সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে মন্দিরের জমি দখল নিতে ধাওয়া পাল্টা ধাওয়া

রূপগঞ্জ প্রতিনিধি::

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরের জমি দখল নিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার সাওঘাট ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষে কয়েকটি দোকান ঘর ভাংচুরের খবর পাওয়া গেছে।

মন্দির দখলের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত ঋষিপাড়ার লোকজন সাওঘাট আড়াইহাজার রোডে ঘন্টাব্যাপী অবস্থান নেয়। এসময় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলার সাওঘাট ঋষিপাড়ার পঞ্চায়েত কমিটির শ্রী শ্রী দূর্গা মন্দিরের জন্য নির্ধারিত ৯ শতাংশ জমি ক্রয় করে সেখানে বালু ভরাটের কাজ করতে থাকে। এসময় ঐ জমির মালিকানা দাবী করে একই এলাকার হাজী শের আলী।

এই জমির মালিকানা নিয়ে উভর পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। গতকাল শনিবার (২৬ ডিসেম্বার) সকাল থেকে পঞ্চায়েত কমিটি ঐ জমিতে বালু ভরাট করতে থাকে এসময় হাজী শের আলীর ভাড়া করা লোকজন দুপুরের দিকে মন্দিরের কাজে কর্মরত লোকদের উপর হামলা চালায় ও জমিতে সাটানো মন্দিরের সাইন বোর্ডটি ভাংচুর করে। এ সংবাদে এক পর্যায় ঋষিপাড়ার লোকজন একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা হামলাকারীদের না পেয়ে সাওঘাট-আড়াইহাজার সড়কে অবস্থান নেয়। এসময় ঘন্টাব্যাপী সড়কে অবস্থানের ফলে উভর দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজী আলী আকবর ও হাজী জমির হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com