রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন প্রমুখ।

পরে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ এবং ডিজিটাল সেবার প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com