মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

রূপগঞ্জে ফায়ার সার্ভিসের যৌথ ফায়ার ড্রিল মহড়া অনুষ্ঠিত

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::

অগ্নি আতঙ্কে সারা দেশ, ঠিক সেই মুহুর্তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে রূপগঞ্জের গোলাকান্দাইল হাজী শোপিং কমপ্লেক্সের সামনে ব্রাক ব্যাংকের আয়োজনে “ফায়ার ড্রিল” নামে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রঞ্জিত বাবুর পরিচালনায় বুধবার দুপুর ১২টায় গোলাকান্দাইল ব্রাক ব্যাংকের ভুলতা শাখার কর্মকর্তা ও কর্মচারীদের প্রথমে প্রশিক্ষণ দেন। পরে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় ব্রাক ব্যাংকের ভুলতা শাখার ম্যানেজার মোঃ কামাল হোসেন ও মার্কেট সভাপতি গোলজার হোসেন অংশ নেয়। এসময় রঞ্জিত বাবু উপস্থিত জনতাদের মাঝে অগ্নিকান্ডের সময় কিভাবে ভিকটিমকে উদ্ধার করা, কিভাবে ফায়ারস্টেনগোয়েজার ব্যবহার করতে হবে সে সকল বিষয়ে প্রশিক্ষণ দেন। এসময় উপস্থিত হন এলাকাবাসী ও সাধারণ জনতা। রঞ্জিত বাবু বলেন অগ্নিকান্ডের সময় প্রথমত নিকটস্থ ফায়ার সার্ভিসকে সংবাদ পৌছে দেয়াটাই সচেতন নাগরিকের প্রথম দায়িত্ব। পরে তিনি নিকটস্থ কাঞ্জন ফায়ার সার্ভিসের নাম্বার সকলকে বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com