শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

রূপগঞ্জ প্রতিনিধি:: রুপগঞ্জ উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় ৫’শ মিটার দূরত্বের ব্যবধানে ১ জানুয়ারি (বুধবার) বেলা পৌনে ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে।

ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী অবৈধ ইছারমাথা (ট্রলি) পরিবহনের চাপায় হৃদয় মিয়া (২২) নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়। রাজধানীর ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে হৃদয়, মুন্না ও শান্ত নামের তিন বন্ধু খেজুরের রস পান করতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস পান করে ফিরে যাওয়ার সময় আতলাশপুর জেলেপাড়া এলাকায় তারা এ দুর্ঘটনায় পড়ে। আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার(ঢাকা মেট্টো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানে ছেলে এবাদুল্লাহ(৬৮) ও ফালাইনার ছেলে রাম দাস(৬৫) নিহত হয়। নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়ে। প্রাইভেটকারের চালক রনিকে(২৮) আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত আবু তাহের(৪৮), রাধা মোহন(৬২), সামাতল সরকার(৫২), সৌরভ সরকার(২৮) ও অনিককে(২৬) স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহন জব্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com