বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
নিজাম উদ্দিন, রূপগঞ্জ প্রতিনিধি::
এশিয়ান হাইওয়ে সড়কে টহলরত পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক মোঃ দেলোয়ার হোসেন ভুইয়া (২৮) গুরুতর আহত হয়েছে। আহত দেলোয়ার হোসেন গাজীপুর জেলার বিনদান ধুপাপাড়া এলাকার মৃত ছমির উদ্দিন ভুইয়ার ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে কোশাব এলাকায় এই ঘটনা ঘটে।
কোশাব এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ একটি লেগুনা নিয়ে কোশাব এলাকায় টহল দিচ্ছিল। সেই মুহুর্তে কাঞ্চন দিক থেকে আশা একটি মোটরসাইকেল লেগুনার সাথে মুখোমোখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
ভূলতা পুলিশ ফাঁড়ির নাসির উদ্দিন জানান, মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন ভুইয়া বেপরোয়াভাবে সাইকেলটি চালাচ্ছিল। সে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির সাথে ধাক্কা দিয়ে মাটিতে পড়ে আহত হয়েছে। সে মাথায় আঘাত পেয়েছে। তাকে তাৎক্ষনিকভাবে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পাঠানো হয়েছে।