মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে আব্দুল বাতেন নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার সাওঘাট গোলচত্তর বেবী ষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর লাইনম্যান আব্দুল বাতেন ৩৩ হাজার বোল্ড লাইনের তাঁর পাল্টাতে গেলে এঙ্গেলসহ খাম্বার উপর থেকে নীচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১টায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর লাইনম্যান আব্দুল বাতেন সাওঘাট গোলচত্তরের জোড়া খাম্বার উপর ৩৩ হাজার বোল্ডের লাইনের তার পাল্টাতে উঠে। এসময় খাম্বায় লাগানো পুড়ে যাওয়া একটি নাট এঙ্গেলে লাগানো থাকলেও সে তা দেখতে পায়নি। আব্দুল বাতেন যখন খাম্বায় উঠে তার সেপ্টি বেল্ট এঙ্গেলে গালাতে চেষ্টা করে ঠিক তখনই সে এঙ্গেলসহ মাটিতে পড়ে যায়। এসময় তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এসময় উপস্থিত লোকজন দৌঁড়ে আব্দুল বাতেনকে বাঁচাতে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। বাতেনের মৃত্যু পথেই হয়েছে বলে জানান হাসপাতালের ডাক্তার। তিনি আরো জানান, বাতেনের অধিক রক্তক্ষরনের ফলে পথেই মৃত্যু হয়েছে।