বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-এর পক্ষে নৌকার ভোট চেয়ে হোন্ডা মিছিল করেছে গোলাকান্দাইল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১১টায় উপজেলার ডহরগাঁও এলাকা থেকে মিছিলটি বের হয়ে সিংলাব, আমলাব, কালী, আধুরীয়া, মাহনা, ডঁহরগাঁও ও হোরগাঁও এলাকা প্রদক্ষিণ করে গোলাকান্দাইল গোলচত্তর এসে এক পথসভা করেন।
পথসভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া। পথসভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
গোলাম দস্তগীর গাজীকে আমরা রূপগঞ্জের রূপকার হিসাবে পেয়েছি। আগামীতেও তাকে নির্বাচিত করতে পারলে তিনি মন্ত্রী হবেন। তাই তাকেই বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর দাবী জানান।