মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী ইউপি সদস্য ও মহিলালীগ এর সভাপতি বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চট্রোগ্রাম থেকে খাজা (৩৮) ও জামাল (৩২) নামের ২ আসামীকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
এর আগে একই মামলায় সাদ্দাম নামের আরেক আসামীকে গ্রেফতার করে কোর্টে পাঠালে আসামী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্ধী দেয়। গ্রেফতারকৃত আসামীদের সবাই চনপাড়া এলাকার বাসীন্দা। ওসি আরো জানান, গত বছর একই ভাবে সন্ত্রাসীরা কুপিয়ে কুট্টির স্বামী হাসান মুহুরীকেও হত্যা করে। ওই মামলার বাদী ছিলেন, এ নারী ইউপি সদস্য। স্বামী ও স্ত্রী হত্যার পৃথক মামলায় আসামীদের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।