শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জের মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কে জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার কালায় থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)। নিহতরা সবাই ধানকাটা শ্রমিক।
গাজীপুর হাইওয়ে পুলিশের উপপরির্দক (এসআই) মো. ফরিদুজামামান জানান, তারা কুমিল্লায় ধানকাটা শেষে রাতে একটি টিনের ট্রাকে করে বাইবাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে জিন্দা এলাকার বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয় দুই ট্রাকের। এসময় ট্রাকের উপরে থাকা টিনে কাটা পড়ে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন হাইওয়ে পুলিশ।