বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫জন আহত হয়েছে। হামলাকারীরা মাইকিং করে ডাকাত বলে এলাকাবাসীকে উস্কিয়ে দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার মাহনা এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহনা এলাকার মনির হোসেন তার জমি দিয়ে ড্রেনের জন্য পাইপ বসানোর কাজে একই বাড়ির প্রতিপক্ষ মান্নান মিয়া বাঁধা প্রদান করে। এক পর্যায়ে মান্নান মিয়াসহ তার লোকজন মনির হোসেনকে চর থাপ্পর মারে। চর থাপ্পরের সংবাদ পেয়ে মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনরা মাহনা এলাকায় গিয়ে প্রতিবাদ করে। এসময় মান্নান মিয়াসহ তার লোকজনের সঙ্গে মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনদের বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনদের দুটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মান্নান মিয়াসহ তাদের লোকজন এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকিং করে। এসময় মান্নান মিয়া ও তার লোকজনসহ এলাকাবাসী মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা ও সংঘর্ষে মনির হোসেন, রাসেল মিয়া, মহসিন মোল্লা, আশিকুর রহমান, রাজু আহম্মেদ, জামান মিয়া, রিয়াদ মিয়া, রবি মিয়া, ফরিদ, শহিদুল আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।