মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে তিন তলা ভবনের নীচ তলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। এর মধ্যে ৪ জনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে রূপগঞ্জ উপজেলার সাওঘাট চুঙ্গিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- শামীম (৩০) সে মেহেরপুর জেলার কুমারপুর গ্রামের দুদু মিয়ার ছেলে ও হেলাল বিশ্বাস রাকিব (২৬) সে ঝালকাঠি জেলার রহিম বিশ্বাসের ছেলে।
আহতরা হলেন- তরিক নেয়ামত, আরিফ হোসেন, লিয়াকত হোসেন ও মোহাম্মদ আলীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তরিক নেয়ামত, আরিফ হোসেন ও লিয়াকত হোসেনের অবস্থা গুরুতর বলে মুঠোফোনে জানিয়েছেন তাদের সাথে থাকা সহকর্মী ইমরান। বাকি ৩জন সোহরাব হোসেনের ছেলে আনোয়ার হোসেন, সাহাবুদ্দিনের ছেলে ফারুক হোসেন ও শাহ আলমের ছেলে আরিফকে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে বিল্ডিংটির আশপাশে ১শ ফুট দুরেও দেয়ালের খন্ড খন্ড অংশ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা জানান ঘটনায় ২জনের শরীর ঝলসে গিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়েছিল। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠালে পথেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শামীম (৩০)। সে মেহেরপুর জেলার কুমারপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। স্থানীয় একটি পোষাক কারখানায় প্রিন্টিং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। হেলাল বিশ্বাস রাকিব (২৬) সে ঝালকাঠি জেলার রহিম বিশ্বাসের ছেলে। তিনিও একই কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেন।
আধুরীয়া এলাকার মুক্তিযোদ্ধা কালু বলেন, বিল্ডিং কিভাবে এ ঘটনা ঘটলো তদন্ত ছাড়াও বলা মুসকিল। ৭১-এ যুদ্ধোর সময় ব্রীজ উড়িয়ে দিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরণ ব্যবহার করা হতো। এটা কোন গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনের ঘটনা না।
বিল্ডিং-এর মালিক রাবেয়া আক্তার মিলি ভুইয়া বলেন, আমি মহনরদী ছিলাম। কিভাবে ঘটনাটি ঘটেছে আমি কিভাবে বলবো। তদন্তকারী সংস্থ্যায় বলতে পারবে শত্যকারের ঘটনা।
রূপগঞ্জ থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিল্ডিংটি ঝুকিপূণ্য বলে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।