বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে তাঁতিদের মাঝে পলিস্টার সুতা বিতরণ

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ তাঁতবোর্ড বেসিক সেন্টারে তাঁতিদের মাঝে বিনামূল্যে পলিস্টার এফডিওয়াই ৭৫ ডি/৩৬ এফ সুতা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মে) রূপগঞ্জ তাঁতবোর্ড বেসিক সেন্টারে এ বিতরণীয় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের যুগ্ম সচিব ও সদস্য (এসএন্ডএম) দেবাশীষ নাগ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক (প্রশাসন) উপসচিব মোঃ আবু মাসুদ, বাংলাদেশ তাঁত বোর্ডের মহা ব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, রূপগঞ্জ রাজস্ব কর্মকতা এ এস এম মনিরুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা কংজরী মারমা, বাংলাদেশ তাঁত বোর্ড রূপগঞ্জ বেসিক সেন্টারের ভারপ্রাপ্ত লিয়াজো অফিসার মোঃ রফিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার অর্পনা মজুমদার, লাকী বেগম জাতীয় তাঁতি সমিতির সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, ভুলতা ১নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মোল্লাসহ আরো অনেকে। পরে তাঁতিদের মাঝে সুতা তুলে দেন অতিথিবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com