বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্বে ছাত্রলীগ

নিজাম উদ্দিন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::

এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় তাদের এ দায়িত্ব পালন করতে দেখা যায়।

এসময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুনসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের দলীয় পোষাকে দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, গোলাকান্দাইল চৌরাস্তা ও ভুলতা এলাকা খুবই ব্যস্ততম এলাকা। এখানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের নিরাপদে পারাপারের জন্য উপজেলা ছাত্রলীগ এ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের দলীয় কর্মসূচীর অংশ হিসাবে আমরা এলাকাটি বেছে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com