বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
রূপগঞ্জে মাটির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীসহ ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা ১৬ বছরের আঁখি।
শুক্রবার (১৫ ফেব্রয়ারী) রাত ১২টায় ঢাকা সিলেট মহাসড়কের আউখাব অনুপম গার্মেন্টসের সামনে এই নিহতের ঘটনা ঘটে।
জানা যায়, হতাহতরা সবাই নৃত্যশিল্পী ছিলেন। তারা নরসিংদী প্রোগ্রাম শেষ করে ঢাকার মুগদায় যাচ্ছিলেন। নিহত হৃদয় গাজী (২৮), তার সহকর্মী মুগদা ঝিলপাড় এলাকার জাফর মিয়ার কন্যা শারমিন (১৮) ও গাজীপুর মীরেরগাঁও এলাকার নুর আলমের কণ্যা আঁখি (১৬)।
আহত আঁখির বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনস্পেক্টর মোঃ রফিকুল হক জানান, নিহত হৃদয় নরসিংদী প্রোগ্রাম শেষ করে শারমিন ও আঁখিকে নিয়ে ঢাকার মুগদায় যাচ্ছিলেন। উপজেলার আউখাব অনুপম গার্মেন্টেস-এর সামনে আসলে উল্টোদিকের দ্রুতগামী একটি মাটির ট্রাক (যশোর-ট-৩২২) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় ও শারমিন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আঁখি। আঁখিকে ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে র্দুঘটনায় কবলিত মটরসাইকেলসহ নিহত হৃদয় ও শারমিনের মরদেহ ২টি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মাটির ট্রাকটিও আটক করা হয়েছে।