সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে ছিনতাইকারী এ্যম্বোলেন্স চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্থান্তর করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার গোলাকান্দাইল মুন্সী পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ছিনতাইকারী সোবহান এ্যাম্বোলেন্সের ড্রাইভার সেঁজে গাড়িতে বসা দুই যাত্রীকে ছিনতাই করে পালানোর সময় আমজনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করলেও তার সাথে থাকা বাকি ৪জন ছিনতাইকারী পালিয়ে যায়। ছিনতাইকারী এ্যাম্বোলেন্স চালক সোবহান (২৮) শেরপুর জেলার নখলা থানার কাইদা এলাকার সুরুজজামান মিয়ার ছেলে। সে ঢাকা সোহরাওয়ারদী হাসপাতালের ’মায়ের দোয়া’ নামে একটি এ্যাম্বোলেন্সের চালক। সে গত শনিবার রোগি নিয়ে সিলেট গিয়েছিল বলে জানান সোবহান। সে মঙ্গলবার সিলেট থেকে আসার সময় খুলনার জেলার বটিয়াঘাটা এলাকার সহিদুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম রনি ও খুলনা গোপেরচাড়া এলাকার মৃত মোশারফ খানের ছেলে অপু (২৬)কে ১০০০ টাকার বিনিময়ে ঢাকা সায়দাবাদ পৌছে দিতে এম্বোলেন্সে তুলে আনে। কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এসে মহাসড়ক ছেড়ে সোবহান এ্যাম্বোলেন্স নিয়ে এশিয়ান হাইওয়ে ঢুকে পড়ে এবং তাদের নিয়ে অন্য ছিনতাইকারীদের সংকেত দিয়ে এ্যম্বোলেন্স চালক হাইওয়ের রোডের “মুন্সী পাম্পের” পাশে রেখে অপু নামের যাত্রীর কাছ থেকে একটি টাস্ মোবাইল ও মানিব্যাগে রাখা ১৫০০শত টাকা ছিনিয়ে নেয়। অন্য যাত্রী সাইদুলের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নিতে চেষ্টা করলে তাদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তির শুরু হয়। এসময় তাদের তর্কবির্তক করতে থাকলে স্থানীয় লোকজন জড়ো হয়ে পড়ে। তখন বাকি ৪ ছিনতাইকারী এ্যম্বোলেন্স নিয়ে পালিয়ে যায়। তবে এসময় সোবহানকে জনতারা আটক করে ভূলতা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ আমিনুল ইসলাম জানান, আটককৃত ছিনতাইকারী সোবহানের বিরুদ্ধে মামলা দেয়া হবে। এবং পালিয়ে যাওয়া বাকি ৪ ছিনতাইকারীদের ধরার অভিযান অব্যাহত থাকবে।