মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

রূপগঞ্জে কীটনাশক খেয়ে এক তরুনীর মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি::

রূপগঞ্জে সাহিদা নামে ১৫ বছরের এক তরুনী কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার গভীর রাতে উপজেলার কোশাব এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কোশাব এলাকার মৃত্যু চাঁন মিয়ার মেয়ে সাহিদা আক্তার নবম শ্রেনীর ছাত্রী ছিল। সে কাঞ্চন হাজী রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। সাহিদার বড় ভাই মাসুদ মিয়া জানান, আমাদের সংসারে অভাব-অনটন লেগে থাকত তাই অনেক সময় তার আবদার পুরণ করতে পারিনি আমরা। সোমবার হঠাৎ সে কি কারণে কীটনাশক খেয়েছে এটা বলা মুসকিল। কীটনাশক খাওয়ার পর তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াস করাও হয়েছিল। কিন্তু তার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় কাঞ্চন পৌর মেয়র বাদশা ও আওয়ামীলীগের নেতা রফিকুল ঘটনাস্থলে এসে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় ভুলাবো ফাঁড়ির ইনচার্জসহ সবাই বিনা তদন্তে দাফনের অনুমতি দেন।

ভুলাবো ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম বলেন, পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় সাহিদার দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com