সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে গাজী মোল্লা (২৮) নামে এক অটো চালক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন সাঁওঘাট এলকায় এ ঘটনাটি ঘটেছে। সে সাওঘাট এলকার হাবুল্লা মোল্লার ছেলে গাজী মোল্লা (২৮)।
জানা যায়, সে একজন অটো চালক। অটো চালক গাজী তার সংসারের সচ্চলতা আনতে পল্লী মঙ্গল নামে একটি এনজিও থেকে ঋন নিয়েছিল। সে সময়মত এই ঋনের টাকা দিতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান এক প্রতিবেশি। পুলিশ খবর পেয়ে গাজী মোল্লার লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করেছে।