বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ ডিসেম্বর )রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় এইচ এস টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে ওই কারখানার কেমিক্যাল গোডাউন পুরে ছাই হয়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখর উদ্দিন জানান, এইচ এস টেক্সটাইল কারখানার কেমিক্যাল গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুন গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের শেডসহ গোডাউনে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com