বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈভ যান ইছারমাথা চাপায় মিদুল নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মিদুল কাজীরটেক এলাকার ড্রাইবার শহিদুল্লাহ মিয়ার ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, কাজিরটেক এলাকার বাড়ির পার্শের রাস্তার এক পাশে শিশু মিদুল খেলাধুলা করছিলো। এসময় অবৈধ যান ইছারমাথা নিয়ন্ত্রণ হারিয়ে মিদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ইছারমাথা আটক করলেও চালক পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী অবৈধ ইছারমাথা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।