রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন

ঢামেক প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে নিহত ৪৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) রাত আটটা ৫০মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের দুই চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস ও ডা. দীপিকা রায় মর্গে প্রবেশ করেন। রাত ১১টায় ময়নাতদন্ত শেষ করে বেরিয়ে আসেন। তবে সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কথা বলেননি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাতেই মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আপনারা দেখেছেন, এরইমধ্যে দুজন চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে ময়নাতদন্ত শেষ করে বের হয়েছেন।

দুপুর তিনটার দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সিআইডির ফরেনসিক বিভাগ মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছে। নিখোঁজ ১৯ জনের মরদেহ শনাক্তে ২৬ জন স্বজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com