মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনে অংশ গ্রহন করতে প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (৩০ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া ও ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমন নিজ নিজ নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়নপত্র জমা দেন। কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন পনির হোসেন, আতাউর রহমান ওরফে চাঁন মিয়া, আবু নাঈম, ফেরদৌসী আক্তার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মিনারা বেগমসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপ্রত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই ২জুলাই, প্রত্যাহার ৯জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫জুলাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্ততি গ্রহন করেছে।
উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫হাজার ৬’শ ৭৫জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮হাজার ১’শ ৮৫জন আর আর মহিলা ভোটার ১৭হাজার ৫’শ জন।