গৌতম চন্দ্র বর্মন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রুহিয়া থানায় ওয়াল্ড ভিশন এর উদ্যোগে ০৬ জুন বুধবার দুপুর ১টায় সময় ১নং রুহিয়া ও ২০ নং রুহিয়া ইউনিয়নে হত দরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরন করা হয়।
এই সময় উপস্তিত ছিলেন ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনিরুল হক বাবু. ওয়াল্ড ভিশনের কোঅডিনেটর আজিজুল হক. সুপার ভাইজার মাহফুজা বেগম সহ ইউনিয়নের পরিষদের সদস্যগণ.
ওয়াল্ড ভিশনের কোঅডিনেটর আজিজুল হক বলেন যে সব পরিবার হত দরিদ্র এবং যাদের দুই বছরের কোলে শিশু আছে যারা গভ্ববতী মা ওয়াল্ড ভিশন শুধু সেই পরিবারকে হাঁস দিচ্ছে.
এই সময় ১নং রুহিয়া ইউনিয়নে ২৭টি পরিবারে ও ২০ নং রুহিয়া ইউনিয়নে হত দরিদ্র পরিবারের মাঝে ৩৩টি পরিবারে মাঝে প্রত্যেকটি পরিবারে ১০টি করে হাঁস মোট ৬০টি পরিবারে হাঁস বিতরণ করা হয়।