শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

রুহিয়ার ঢোলারহাঁট ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

গৌতম চন্দ্র বর্মন, রুহিয়ার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাও জেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ৭৫ লক্ষ ৪৮ হাজার ৪৫ টাকার বাজেট ঘোষনা করা হয়। (রাজস্ব খাত হতে ২১ লক্ষ ১৩ হাজার ৯শত ৪৪ টাকা এবং বিভিন্ন উন্নয়ন খাত হতে ৫৪ লক্ষ ৩৪ হাজার ১ শত ১ টাকা)।

স্থানীয় জনগনের অংশগ্রহনে বিভিন্ন প্রশ্ন ও জবাবদিহিতার মধ্যদিয়ে ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোছা: রিজওয়ানা মুস্তারী বর্ণা।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢোলারহাট স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডা: মো: সাইফুল ইসলাম, ঢোলারহাট টেকনিক্যাল বিজনেস এন্ড মেনেজমেন্ট কলেজের অধ্যক্ষ নিরাঞ্জন রায় চৌধুরী, ইউপি সদস্য হরিশ চন্দ্র, ঝলঝলি পুকুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক আতুল চন্দ্র বর্মন, সন্যাসীপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধু প্রমুখ।

উক্ত বাজেট আলোচনা সভায় সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com