বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: হিরো আলম বলেন, রিয়া মনির কারনে ভেঙে গেলো তিনটি সংসার। আমার বাবা মৃত্যু শয্যায় অথচ আমার স্ত্রী রিয়া মনি আমার বাবার কাছে না এসে ম্যাক্স অভি সাথে ডান্স ভিডিও বানায়। এই মেয়ে নিয়ে কি সংসার করা যায়। তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। এই রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও মাক্স অভির স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা নামক পার্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় ম্যাক্স অভির স্ত্রী বলেন, আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘিন্না লাগে। রিয়া মনিকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মত বাজে লোককে নিয়ে গেছে।