মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে বারবার নাম এসেছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর । অভিনেতার অস্বাভাবিক মৃত্যু নিয়ে পড়তে হয়েছিল জেরার মুখেও । একপর্যায়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠলে জেলেও বসবাস করতে হয়েছিল এই অভিনেত্রীকে । এই মৃত্যুর জন্য অনেকটা সময় প্রচারের আলো থেকেও দূরে ছিলেন রিয়া । সেই সময়গুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছেন রিয়া । সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন অভিনেত্রী । সুশান্তের মৃত্যুর পরের সময় এবং জেলজীবন কিভাবে কাটিয়েছিলেন সেটি নিয়েও কথা বলেছেন রিয়া । এবার জানালেন নিজের বিয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ।
গুঞ্জন রটেছে, নিখিল কামাথ নামের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিয়া । যদিও আপাতত বিয়ের পরিকল্পনা করছেন না ।
বিয়ের প্রসঙ্গ আসতেই রিয়ার ভাষ্য, প্রথমত, বিয়ের উপযুক্ত বয়স বলে কিছু হয় না । দ্বিতীয়ত, বিয়েটা কেন করতে হবে? কেন বিয়ে নিয়ে চাপ থাকবে? পুরুষদের ওপর তো এমন কোনো চাপ থাকে না!
এ সময় নিজের বিবাহিত বান্ধবীদের উদাহরণ টানেন রিয়া চক্রবর্তী। অভিনেত্রী বলেন, ‘আমার অধিকাংশ বান্ধবীই অনেকটা বয়সের পর বিয়ে করেছেন । আমার কিছু বন্ধুবান্ধব, যাঁরা ২০ থেকে ৩০-এর মধ্যে বিয়ে করেছেন । ৩০-এর পরে বিয়ে করেছেন, এমন বন্ধুও আছেন। তবে আমি মনে করি, ৪০-এর পর যাঁরা বিয়ে করেছেন, তাঁরাই ঠিক । আমার বয়স এখন ৩২ । আমি এখনো বিয়ের জন্য প্রস্তুতই নই, কারণ আমি বেশ কিছু কাজ করতে চাই ।’
পাশাপাশি আইনি মতে বিয়ে করতে চান না বলেও জানান রিয়া । অভিনেত্রীর ভাষ্য, ‘আবার আমি আদালতে যেতে চাই না। কীভাবে ভালোবাসব, সেই অনুমতিও আদালত থেকে নিতে হবে? পাসপোর্টের জন্য আমি যাই । কিন্তু বিয়ের জন্য আমি সেখানে যেতে চাই না ।