সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। আর ইশরাক হোসেন পান দুই লাখ ৩৬ হাজার ভোট। ওই সময় নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপি নেতা ইশরাক।

গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গত ২৭ মার্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো: নুরুল ইসলাম। আদালত ১০ দিনের মধ্যে এই গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরে এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রিটের ওপর দুপুর ১টার দিকে শুনানি শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। পরে মুলতবি করে বিকেল ৪টার দিক থেকে সোয়া ৫টা পর্যন্ত আবারো শুনানি চলে। এরপর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সময় আবারো শুনানি ও আদেশের জন্য নির্ধারণ করা হয়েছিল। তা পিছিয়ে আজ বৃহস্পতিবার রিটের আদেশ দেয়ার জন্য দিন ধার্য করা হয়। তার ধারাবাহিকতায় আজ ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com