শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না।’
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’
তিনি আরও বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উস্কানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।’
পরে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদান করেন।