সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ “এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২” এর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন খেলায় বাংলাদেশ মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে ইরাককে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
সেমিফাইনালে প্রথম পর্যায়ে বাংলাদেশ ও ইরানের মধ্যে ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে দুই দলের প্রত্যেকে (৩জন) ১টি করে তীর ছুড়ে। এতে বাংলাদেশের স্কোর হয় ২৯ এবং ইরানের স্কোর হয় ২৪। ফলে বাংলাদেশের স্কোর ২৯ হওয়ায় বাংলাদেশ ফাইনালে উন্নীত হয়। ১১ মে ২০২২ তারিখে বাংলাদেশ ফাইনালে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলায় বাংলাদেশ নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় ৬-০ সেটে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ১১ মে বাংলাদেশ ফাইনালে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলায় বাংলাদেশ মো: রোমান সানা ও নাসরিন আক্তার বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৩-৫ সেটে কাজাখস্তানের নিকট পরাজিত হয়। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আরচারি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।