মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
ইসলাম হোসেন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,একুশের কণ্ঠ ডটকম ॥ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ৬নং ধানগড়া ইউনিয়ন এর বাশুরিয়া গ্রামে পীরপাল বুড়া দেওয়ানের মাজার শরিফের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে মোঃ আব্দুল হালিম ,মোঃ সেলিম তালুকদার, মোঃ সালাউদ্দিন শেখ, মোঃ মজনু শেখ, মোঃ রুবেল হোসেন, অভিযোগ করেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায় বিটিস শাসন আমলে পীরপাল বুড়া দেওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রায় ৫০ বিঘারও বেশি জমি পীরপাল বুড়া দেওয়ানের নিজ নামে ওয়াকফো নামা দলীল করে দেন,পরবর্তীতে তিনি পরলোক গমন করার পর খাদেম হিসেবে নইছুন বিবি দায়িত্ব পালন করেন, এক সময় নইছুন বিবিও পরলোক গমন করলে,তার পর থেকে প্রায় যুগ যুগ ধরে অবহেলিত হয়ে আছে পীরপাল বুড়া দেওয়ানের মাজার শরীর, এর পর মাজার উন্নয়ন এর জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে ৩০ হাজার টাকা আয় মর্মে মোতাল্লী হিসেবে দায়িত্ব নেন, স্থানীয় মৃত হবিবর রহমানের ছেলে মোঃ শহিদুল খন্দকার। কয়েক যুগ পার হয়ে গেলেও মাজারের কোন রকম উন্নয়ন হয়নি। এলাকায় এখনো কোন পীরপাল বুড়া দেওয়ান সাহেবের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা এমন কি কোন মসজিদ ও তৈরি হয়নি। এতো দিনের আয়ের টাকা কোথায় গেল আমরা এলাকাবাসী জানতে চায়।
সরেজমিনে ঘুরে জানা গেছে , লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ কারীর নাম একই গ্রামের মোঃ আব্দুর রশিদ খাঁ এর ছেলে মুফতি মোঃ আব্দুল হালিম খাঁ দীর্ঘ দিন যাবৎ ভূয়া কমিটি করে বিভিন্ন দপ্তর থেকে পীরপাল বুড়া দেওয়ানের মাজারের নামে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিয়ে ঢাকা শহরে নিজ নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এ বিষয়ে জানতে মুফতি মোঃ আব্দুল হালিম খাঁ কে মুঠোফোন কল দিলে সে ফোনে এ বিষয়ে কিছু বলবেনা , ঢাকায় আসেন কথা হবে ।
এলাকার সচেতন মহল জানায় পীরপাল বুড়া দেওয়ানের মাজারের পাশেই আমাদের গ্রামের ঈদগাহ মাঠ আজ পর্যন্ত মোতাল্লী শহিদুল ও অজানা কমিটির সভাপতি মুফতি আব্দুল হালিম এই ঈদগাহ মাটে বাউন্ডারি পর্যন্ত দেয়নি মাজারে কোন দিন একটা আগর বাতি বা ধুপসলা জালাইনি এমনকি কোন দিন কবরটাও জিয়ারত করেনি তাই আমরা আশেপাশের চার গ্রামের মানুষ সরকারি উর্ধতন কর্মকর্তার কাছে বিশেষ ভাবে অনুরোধ জানায়। যেন এই পীরপাল বুড়া দেওয়ানের টাকা আত্মসাৎ কারীর দল যত ভারীই হকনা কেন যত শক্তি শালী হোক না কেন এদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবী জানায় সেই সাথে এলাকা থেকে যোগ্য প্রার্থী তালিকা তৈরি করে নতুন কমিটি দাবী জানাই।