সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক:: রাষ্ট্রদ্রোহ মামলায় বিতর্কিত ধর্মীয় নেতা ও ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূইয়া।

তিনি জানান, চিন্ময়ের জামিন আবেদনের উপর আধা ঘণ্টা শুনানি চলে। দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেন আদালত। পরে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল আদালতে পৌঁছান। সকাল সোয়া ১০টার দিকে তারা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যেসব বিচারপ্রার্থী আদালতে আসেন, তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হয়। আদালতের দুটি প্রবেশ ও বের হওয়ার পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন রাখা হয়। সেই সঙ্গে সাদা পোশাকে ছিল পুলিশের সদস্যরাও।

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

গত ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এদিন চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চট্টগ্রাম আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হওয়া মামলাতেও আসামি হয়েছেন চিন্ময়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com