বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

রামু থানায় অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১

খালেদ হোসেন টাপু, রামু,
কক্সবাজারের রামু থানায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ১জনকে গ্রেপ্তার করেছে।
রামু থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ই মাচ) ভোর ৫টার দিকে রামু থানার ওসি একেএম. লিয়াকত আলী, ওসি তদন্ত এস.এম. মিজানুর রহমানের নির্দেশে এস.আই সৈয়দ ছানাউল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলা রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় বন্দুক ও ১টি কার্তুজসহ সালমা হোসেন (২২) কে আটক করে। সে রশিদনগর পাহাড়তলী এলাকার মোহাম্মদ আব্দুল ছবির ছেলে।
রামু থানায় এস.আই সৈয়দ ছালাউল্লাহ জানান, আটক সালমা হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রামু থানায় অস্ত্র আইনে মামলার রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com