রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি, একুশের কণ্ঠ:: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী, ১ শিশু ও অটোরিকশা চালক।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামুর ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাকে দুর্ঘটনার কারণ ও ‍নিহতদের পরিচয় জানা যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশুসন্তানসহ অজ্ঞাত পরিচয় আরও এক যাত্রী মারা গেছেন।

তিনি আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম জানান, দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com