বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

রানীশংকৈল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব- ১৭ ফুটবল টূর্ণামেন্ট আয়োজনের লক্ষে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ হতে গত মঙ্গলবার এক সভার আহবান করা হয়। সে সভায় তারা বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ খেলার জন্য ইউনিয়ন প্রতি উপজেলা পরিষদ হতে বিশ হাজার করে টাকা দিতে বলেন। জবাবে উপজেলা চেয়ারম্যান বলেন, সরকার খেলা পরিচালনার জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। তারপরও আমার পরিষদ হতে ইউনিয়ন পরিষদে টাকা দেওয়ার কোন নিয়ম নেই। তারপরও যদি সমস্যা হয় তাহলে আমি চেষ্টা করবো অর্থ যোগান দেয়ার।
জানা যায়, টাকা দিতে না চাওয়ায় সেদিনই তারা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্বে বিভিন্ন অভিযোগের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করেছেন মর্মে তার প্রতি অনাস্থা জানিয়ে আট ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত একটি অভিযোগ লেখেন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। এ নিয়ে গত বুধবার বঙ্গবন্ধুকে কটাক্ষ করলেন রানীশংকৈলের উপজেলা চেয়ারম্যান মর্মে স্থানীয় জাতীয় পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তবে সে সংবাদে কিভাবে কটাক্ষ করলেন তার বিশদ কোন ব্যাখা নেই। উপজেলা চেয়ারম্যান তার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংবাদটিকে মিথ্যা জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমি উপজেলা বিএনপির সভাপতি হয়েও বঙ্গবন্ধুর জন্মদিন ও শাহাদৎ বার্ষিকীর বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিতে অংশ গ্রহণ করি। তাদের (ইউপি চেয়ারম্যান) টাকা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে এ ধরনের একটি মিথ্যা অভিযোগ করেছেন। তারা বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আইনুল হক আরো বলেন, স্বাধীনতার সময় পাক হানাদার বাহিনী যখন বঙ্গবন্ধুকে মিথ্যা মামলায় আটক করেছিলো সে সময় আমি বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলনে যোগ দিয়ে স্লোগান দিয়েছিলাম ‘জেলের তালা ভাঙ্গবো শেখ মুজিবকে আনবো’। তখন আমি বঙ্গবন্ধুর রাজনীতিতে অনুপ্রাণিত ছিলাম, আমি বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে অনেক ভালবাসি।
এ ব্যপারে গতকাল বৃহস্পতিবার ২ নং নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক মুঠোফোনে বলেন, তিনি (উপজেলা চেয়ারম্যান) বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলার টাকা দিতে না চাওয়ায় আমরা তার বিরুদ্ধে এ অভিযোগ করেছি। একইভাবে ৬নং কাশিপুর ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুর রউফ মুঠোফোনে বলেন, তিনি বঙ্গবন্ধুকে কটাক্ষ করেন নি তবে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় টাকার বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে উপজেলা চেয়ারম্যানের বচসা হয়।
ইউএনও মৌসুমী আফরিদা বলেন, উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুকে কটাক্ষ করে আমার উপস্থিত সভায় কোন কথা বলেন নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com