রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:: রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামে রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু রিপন রায় (৩) তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহতের মা ও দাদা দাদি তারা সকলে গরুর জন্য ঘাস আনতে বাড়ির মাঠে যায়। এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়। এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসে এবং পানিতে পড়ে যায়। নাতি কে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি কে ভাসতে দেখে মৃত অবস্থায় তুলে আনেন দাদা।
রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্য করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।