বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

রানীশংকৈলে আ’লীগসহ তিনজন প্রার্থীর মনোনয়ন দাখিল

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি::

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলায় তিন জন উপজেলা চেয়ারমান, ভাইস চেয়ারমান (পুরুষ) পদে পাঁচ জন ও ভাইস চেয়ারমান (মহিলা) পদে তিন জন নারী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানান উপজেলা নিবার্চন অফিসার আখি সরকার।

ঘোষিত তফশিল অনুযায়ী সোমবার (১৮ ফেব্রয়ারী) ছিলো প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এ দিন দুপুর ২টার দিকে আ’লীগ মনোনীত উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক বিপুল সংখ্যক নেতা-কর্মি নিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

এর পরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক-সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বিপুল পরিমাণ নেতা-কর্মি ও সর্মথকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। আরেকজন স্বতন্ত্র প্রার্থী চাষী এনামুল হক ঠাকুরগাও জেলা নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে। তবে চারজন প্রার্থী মনোনয়ন পত্র নিলেও জমা দিয়েছেন তিনজন।

উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার জানান ৭ জন পুরুষ, ৩ জন নারী ভাইস চেয়ারম্যান মনোনয়ন ফরম নিলেও ৫ জন পুরুষ প্রার্থী ও ৩ জন নারী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর শ্রমিক লীগ সম্পাদক রুস্তম আলী, দিগেন্দ্র নাথ, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বাবর আলী ও তোফাজ্বল হোসেন। নারী প্রার্থীরা হলেন আ’লীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ওয়ার্কার্স পার্টির নেত্রী শেফালী বেগম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com