শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

রাত শেষ হলেই তৈমুর-আইভীর ভোট লড়াই

স্টাফ রিপোর্টার:: আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) সকালে শুরু হবে ভোট গ্রহণ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে
এবার করছেন দুই হ্যাভিওয়েট প্রার্থী। চারবারের নির্বাচিত নারায়ণগঞ্জ পৌর মেয়র চুনকা কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচন হাতি প্রতীক নিয়ে লড়ছেন তিনি।

এখন শুধু অপেক্ষার পালা। আগামীকাল রোববার দেখা যাবে কার দৌড় কতো দূর। নির্বাচনী আমেজ আর রাজনৈতিক গুটি চালাচালির শেষ লগ্নে কার মাথায় উঠে মেয়রের মুকুট। এলাকার স্থানীয় বাসীন্দারা ভোটের দিনের পরিস্থিতি নিয়ে সঙ্কায় আছেন। তারা অনেকেই মনে করছেন ওইদিন বড় সড় কোন গণ্ডঘোল বাধতে পারে। তবে ভোট জালিয়াতির কোন সম্ভাবনা না দেখা গেলেও জনগণ চাইছে একটি ‘সুষ্ঠু’ নির্বাচন।

আওয়ামী লীগের মাঠের রাজনীতির এ লগ্নে জল গড়িয়েছে হাই কমান্ড অব্দি। বরাবরের মতই শামীম ওসমানের দিকে আইভীর ইঙ্গিতের তীর। বিগত বক্তব্যগুলোতে আইভী বলেন, মুখে নৌকার কথা বললেও মাঠের প্রচারণায় পাচ্ছেন না তাকে (শামীম ওসমান)।

এদিকে তুড়ির উপর এসব আলাপ উড়িয়ে দিয়েছেন শামীম ওসমান। তার বক্তব্যে- আম গাছ, কলা গাছ যে কেউ নৌকা নিয়ে দাঁড়ালেই সমর্থন দিবেন তিনি। ‘শামীম ওসমানের প্রার্থী তৈমুর আলম’ বলে দাবিও করেছিলেন আইভী।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সবসময় শান্তির পক্ষে। আমি মনে করি না যে, সে রকম কিছু হবে আমার তরফ থেকে। আমার ওই ধরনের কোনো বাহিনী নাই। আমি কোনো দিন সহিংসতা করিও নাই।’

অন্যদিকে, নিজেকে ‘কম্বিনেশন অব অল’ অর্থাৎ সব দল-মতের সমন্বিত প্রার্থী হিসেবে দাবি করছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আওয়ামী লীগের হাই কমান্ডের বৈঠকের পূর্ব পর্যন্ত ওসমান পরিবারের সমর্থন ছিল বলে ধারণা করছে অনেকেই। তবে শামীম ওসমানের নৌকার সমর্থনের কথা খোলাসা হওয়ার পর থেকেই কিছুটা হলেও সরে গেছে ওসমানী ছায়া।

মনোনয়নের পরই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে প্রত্যাহার করা হয় তৈমুরকে। তারপরও মহানগর বিএনপির সদস্যসচিব এ টি এম কামালসহ অসংখ্য নেতা-কর্মীরা প্রত্যক্ষ প্রচারণায় নামছেন জানিয়ে ‘রাজনৈতিক অপকৌশল প্রয়োগ’র অভিযোগ তোলেন সরকার দলীয় একমাত্র প্রতিদ্বন্দ্বী আইভী।

এদিকে হাতি প্রার্থী তৈমুরের অভিযোগ ঠিক উল্টো। তিনি জানান, গ্রেফতার করা হয়েছে তার হয়ে নির্বাচনী প্রচারণায় নামা ১৭ জন নেতা-কর্মীকে। এছাড়া ৩৭ জনের বাসায় চালানো হয়েছে পুলিশী অভিযান। গ্রেফতার-হয়রানি বন্ধ না হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণাও দিয়েছিলেন তিনি।

এছাড়া নির্বাচনী মাঠে বিএনপির নেতা-কর্মীদের গণসংযোগসহ যাবতীয় কার্যক্রমের অভিযোগের বিষয়ে পাত্তা দেন নি তিনি। এ বিষয়ে ‘মানুষ বলে এটা একটা কৌশল’ জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমি বোকা মানুষ, এত কিছু বুঝি না। আমি মনে করি বিএনপি একটা বুদ্ধিমানের কাজ করেছে আমাকে মুক্ত করে দিয়ে’।

এছাড়া প্রতিনিধি সূত্রে জানা যায়, তৈমুরের উপর স্থানীয় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলোরও ছায়া সমর্থন রয়েছে বলে কানাঘুষা আছে।

তৈমুর বলেন, এখন তিনি জনতার প্রার্থী। আর ভোটের পাঁচ ঘণ্টা আগে কেউ বলার নেই যে বলবে, ‘বসে পড়েন’।

ভোটে সহিংসতা হলে তারই (তৈমুর) ক্ষতি হবে জানিয়ে আইভী বলেন, ‘আমার ভোটাররা আসতে পারবে না। তার (আইভী) প্রতিপক্ষ রা এমন সহিংসতাই চাচ্ছে’। এছাড়া ভোট ব্যাংক এলাকাগুলো তে কেউ শত্রুতা করে বাঁধা দিতে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

সিইসি বলেন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নাসিক নির্বাচন। ২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে একাধিক প্রার্থীগণ দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতীকে। ১৮৭টি ভোট কেন্দ্রে রয়েছে মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন। মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪ জন। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন কার্যক্রম চলবে ইভিএমে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com