মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

রাতে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার:: আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ সূচনা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। ফলে গ্রুপে দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। অন্যদিকে হংকং ইতিমধ্যেই ছিটকে গেছে। শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে পরের পর্ব। তাই বাঁচা-মরার এই সমীকরণে বাংলাদেশের জয় ছাড়া কিছুই ভাবার সুযোগ নেই। হারলেই বিদায়, আর জিতলে সুপার ফোরে লড়াই চালিয়ে যাওয়ার দরজা খুলে যাবে।

তবে প্রতিপক্ষ সহজ নয়। আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী। তাদের ব্যাটিংয়ে আজমতউল্লাহ ওমরজাই আর সেদিকুল্লাহ অটল জ্বলে উঠেছেন ঝড়ো ইনিংসে। বোলিং বিভাগে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী, নুর আহমদদের মতো ভয়ংকর স্পিন আক্রমণ। এই উইকেটে স্পিন সামলানো বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা।

বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা ম্যাচের ব্যর্থতা এখন অতীত। মিডল অর্ডারে জাকের আলী ও শামীম পাটোয়ারীর জুটি কিছুটা আশা দেখালেও দলের শুরুর ব্যাটিং ধস আর বোলিং ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে আজই।

স্পিন কোচ মুশতাক আহমেদও ম্যাচের আগের দিন বলেছিলেন, ১৬০-১৭০ রান তুলতে পারলে আমাদের বোলাররা ম্যাচ জেতাতে পারবে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বলছে, ১২ মুখোমুখিতে টাইগারদের জয় ৫টি, হারের সংখ্যা ৭। এশিয়া কাপে হিসাবটাও আফগানদের পক্ষে (৫ ম্যাচে বাংলাদেশ ২ জয়, আফগানিস্তান ৩ জয়)।

তবু হাল ছাড়তে নারাজ লিটন দাসের দল। অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচটাই তাদের টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট হতে হবে। তার ভাষায়, আমরা জানি এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে সেরাটা দেব।

এশিয়া কাপে আসার আগে টানা তিনটি সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতার আলোতেই আজ আবার নতুন করে উড়তে চায় লিটনরা। জয় মানেই টিকে থাকা, হার মানেই ব্যাগ গোছানোর প্রস্তুতি। এখন দেখার পালা, ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে কি না টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com