বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

রাণীশংকৈল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে সম্পন্ন হয়। এতে মোহনা টেলিভিশন প্রতিনিধি ফারুক আহম্মদ ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুর হক (দৈনিক উত্তরা) পায় ৫ ভোট। আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ ৮ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বিপ্লব (করতোয়া) পায় ৫ ভোট। ১৪জন ভোটারের মধ্যে নির্বাচন কর্মকর্তা ১টি ভোট বাতিল ঘোষনা করেন।

নির্বাচনে প্রিজাউডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা সহকারি প্রকৌশলী তাজ উদ্দীন, ইউএনও’র অফিস সহকারি ইউনুস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারি শাহনেওয়াজ ও নরেশ চন্দ্র। আইনশৃংখলার দায়িত্বে এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল।

এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনছুর আলী, সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদ, অধ্যাপক ইয়াশিন আলী, আ’লীগ আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, অধ্যক্ষ তাজুল ইসলাম, হরিপুর প্রেস ক্লাব সভাপতি সফিকুল আলম, সম্পাদক আব্দুর রশিদ, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহি, সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব সভাপতি রমজান আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com