বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা যুবদলের সভাপতি উত্তরগাঁও নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় রাণীশংকৈলের উত্তরগাঁও হাইস্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ জাহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক, ঠিকাদার কল্যান সমিতি সভাপতি আবু তাহের, সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সম্পাদক বিপ্লব, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।