বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওযরে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের টিএন্ডটি রোড থেকে মঙ্গলবার সন্ধ্যায ৯০ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ আলী (২৮) হরিপুর উপজেলার মারাধার (মন্নাটলী) গ্রামের মোকসেদ আলী ছেলে এবং একই গ্রামের জালাল উদ্দিন (২৮) হরমুজ আলীর ছেলে।

পুলিশ সূত্র মতে, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে এসআই খাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স টিএন্ডটি সংলগ্ন বিপ্লবের বিথী তুলা ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে ঐ দুই মাদক ব্যবসাযীকে ৯০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরো জানায়, ঐ দুই মাদক ব্যবসাযী মাদক পাচারের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার নাইট কোচ ধরার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে থানার ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদেরকে বুধবার জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com