বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেফতার

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেফতার

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।

শহিদুল পার্শ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা সূত্র জানায়, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে এসআই রনি, এএসআই মাহবুব, এএসআই নয়ন, এএসআই মাজেদুল ও সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় থেকে মাদক কারবারি শহিদুল হককে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছে নিষিদ্ধ ৭৮০ পিস মাদক (টাপেন্টাডল) ট্যাবলেট পাওয়া যায়।

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেফতার

ওসি আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদককারবারি শহিদুলকে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com