রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ খ্রিঃ বিষয়ক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম রবিবার (১৫ জানুয়ারি) সম্পন্ন হয়।

এ উপলক্ষে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি প্রশিক্ষণ হলরুমে সমাপনি অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কারিকুলাম ডিসমিনেশন স্কিম- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৈয়ব আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার ওবাইদুল হক, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুহুল আমীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, প্রশিক্ষক গোলাম কবির, বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীবৃন্দ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৈয়ব আলী বলেন, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে শিক্ষকবৃন্দ তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান করবেন।

উপজেলার রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১ টি বিষয়ের উপর মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের মোট ৫৬৩ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। এবং এ প্রশিক্ষণে ৩৩ জন দক্ষ প্রশিক্ষক তাদের অর্জিত প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের মাঝে প্রদান করেন। নতুন এ শিক্ষাক্রমের রূপরেখা বাস্তবায়ন প্রয়োগ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com