সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ৪৮ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

dav

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হলের সামনের পাকা রাস্তায় গত শুক্রবার (২২ জুলাই) রাত ১১ টার দিকে জনতা অবৈধভাবে বিক্রি করা ৪৮ বস্তা সার আটক করে। ৪টি রিক্সা ভ্যানে করে ওই সার স্থানীয় ভ্যানচালক হানিফা, জবায়দুর, নূর ইসলাম ও অজয় রামপুর বেলপুকুরের ক্ষুদ্র সার ব্যবসায়ি জাহিদুরের কাছে নিয়ে যাচ্ছিল। তবে উপস্থিত জাহিদুরের কাছে কোনো রশিদ ছিলনা।

এসময় উপস্থিত সাংবাদিকরা সারের ছবিসহ তথ্য সংগ্রহ করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্যানচালকসহ আটককারিদের কাছে তথ্য নেন। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। এসি ল্যান্ড ঘটনাস্থলেই ওই সার জব্দ করে থানায় পাঠিয়ে দেন। ওই সার স্থানীয় সার ডিলার আলাউদ্দিনের মাধ্যমে বিক্রি করা হয়েছে জেনে কর্মকর্তা ও সাংবাদিকরা আলাউদ্দিনের সার গোডাউন ও তার বাড়িতে গিয়ে ঘটনা তদন্ত করেন। ওই সার আলাউদ্দিনের ভাইয়ের বাড়ি থেকে বিক্রি করা হয় মর্মে তথ্য পাওয়া যায়।

এসময় আলাউদ্দিন কর্মকর্তাদের কাছে ওই সার তিনি বিক্রি করেছেন মর্মে স্বীকার করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন, জব্দকৃত সার ডিলার আলাউদ্দিনের স্বীকারোক্তিমূলে তাকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে যথারীতি ওই সারের ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, রাণীশংকৈলে কিছুদিন ধরে কৃত্রিম সার সংকট সৃষ্টি হওয়ায় কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ব্যাপারে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, ডিলারের বিরুদ্ধে রেজ্যুলেশন করে লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে উপজেলায় এ ধরনের ঘটনা ঘটলে জরিমানাসহ কঠিন শাস্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com