সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ মার্চ) রাতে উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটিতে আমির হোসেন নামে এক ব্যক্তিকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক আমির হোসেন (৩৬) উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে এসআই এরশাদ আলী, এএসআই নুরে আলম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। আটক আমিরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪৭৫ পিস ইয়াবা ট্যবালেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।