বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

রাণীশংকৈলে ৩দিন ব্যাপী জেলা ইজতেমা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাবলীগ জামাতের ৩ দিন ব্যাপী (২২-২৪ আগষ্ট) জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। স্থানীয় ভাবে তাবলীগ ছাড়াও সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, মাঠ জুড়ে চলছে বাঁশের খুটি দিয়ে ছাউনিড় কাজ, এসময় কথা হয় জয়পুর হাট জেলার তাবলীগ জামাতের সহযোগী জিম্মাদার মনছুর আলীর সাথে তিনি বলেন, ইসলামী শরিয়ত মোতাবেক দিনের উপর চলার যে পথ সে আলোকে কোরআন হাদিসের আলোচনা চলবে। তিনি আরো বলেন ইজতেমা মাঠে দেশীয় মেহমান ছাড়াও বিদেশী অনেক মেহমান থাকবেন। এদিকে ইজতেমার মাঠে বয়ান শুনতে তাবলীগ জামাতের লোকজন মাঠে আসা শুরু করেছেন। স্থানীয় সাধারণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। অনেকে ৩দিন ইজতেমা মাঠে রাত্রী যাপন করবেন আবার আনেকে বলছেন শুক্রবার জুম্মার নামাজ সেখানে আদায় করবেন, তবে লক্ষাধিক মানুষ আখেরী মুনাজাতে অংশ গ্রহন করবেন।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, ইজতেমা ব্যাপারে লিখিত কোন অনুমতি তারা পায়নি। অনুমতি পাওয়া গেলে আইনশৃংখলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com