বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ নিরাপদ সড়কের দাবীতে সারাদেশ আন্দোলনে উত্তাল থাকলেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার অটোচার্জারের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার ধর্মগড় ধৃমপুকুর নামক স্থানে অটোচার্জারের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী বনগাঁও দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল জব্বার (৪০) নিহত হয়। স্থানীয়রা ঘাতক অটোচার্জার ও ড্রাইভারকে আটক করেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অটোচার্জার ও ড্রাইভারকে আটক করা হয়েছে।