বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হল রুমে আজ সোমবার উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনূষ্ঠিত হয়।
সভায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসরত সমতলে ক্ষদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠির অধিকার ভিক্তিক স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষে এনএনএমসি ফাউন্ডেশন ইএসডিও’র মাধ্যমে ক্ষদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠিকে মুল স্রোতধারায় নিয়ে আসতে উদ্যোগ গ্রহন করেছেন।
এ লক্ষে অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মকছেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, অ্যাডভোকেসি প্লাটফর্মের সম্পাদক সেজুতি টুডুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লিয়াজো কর্মকর্তা সুলতানা আরফিন, এপিসি শামিম হোসেন, উপজেলা ম্যানেজার খাইরুল ইসলাম প্রমুখ।