বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২টি দোকানে গত ১৭ জুলাই প্রাণী সম্পদ অধিদপ্তরের সরকারি ঔষধ খুঁজে পেয়েছে ঠাকুরগাঁও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা।
জানাযায়, ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক শরিফুল ইসলাম মোল্লা মাঠ পর্যায়ে বিভিন্ন দোকানে তল্লাশি অভিযানে আসেন । এসময় শিবদীঘি এলাকায় ড্রাগ লাইন্সেস বিহীন তরিকুল ও আনিসুরের ঔষধের দোকানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ঔষধ (ভ্যাকশিন) পাওয়া যায়। এ প্রসঙ্গে দোকান মালিক তরিকুল ইসলাম বলেন, প্রাণী সম্পদ অফিসের ভেটোনারি সার্জন আমাকে এ ভ্যাকশিন ফ্রিজে রেখে বিক্রি করতে বলেছে। ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক শরিফুল ইসলাম মোল্লা এ প্রতিনিধিকে বলেন ভ্যাকশিন গুলো অনিয়ম ভাবে ঐ দোকানে রেখেছে। আর প্যাকেটের গায়ে সরকারি লেখা গুলো তারা মুছে দিয়েছে এবং কি যে ফ্রিজে ঔষধ রেখেছে সে ফ্রিজে তারা মাছ ও রেখেছে। আর এ ঔষধ গুলো যে কালো বাজারে বিক্রি হচ্ছে না তার প্রমান কি আছে। সরকারি ঔষধ রাখার সত্যতা স্বীকার করে প্রাণী সম্পদ অফিসের ভেটোনারি সার্জন ডাঃ মদন কুমার রায় বলেন আমাকে ঔষধ গুলো মাঝে মধ্যে মনিটরিং করতে হতো তা হলে এ অবস্থার সৃষ্ঠি হতো না।