বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১১ আগস্ট (মঙ্গলবার) নতুন করে ১ জন মেডিক্যাল অফিসার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল-মুন-ইম (আপেল) (৩০)।
গত ১০ আগস্ট ২৩ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার নমুনার ফলাফলে তিনি করোনায় সংক্রমিত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ও পরিসংখ্যান বিদ খালেকুজ্জামান চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন, মারা গেছেন ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন।