শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার (১২ মার্চ) কুমিল্লা’র লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান মাদক, ইভটিজিংও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনূষ্ঠিত হয়।
সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সোহেল রানা। বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সহ-সভাপতি সেতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সম্পাদক রেজাউল করিম, সাবেক সম্পাদক মোঃ বিপ্লব সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ। এসময় শিক্ষার্থীরা মাদক, ইভটিজিংকে লাল কার্ড ও নৈতিক শিক্ষা, সত্যবাদিতা দেশ প্রেম ও মানবতা কে সবুজ কার্ড দেখিয়েছেন।